Skip to content

২৩শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | রবিবার | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বুনো ফুল

বৈরী হাওয়ায় দোলে বুনো ফুল
কি তার জীবনের বড় ভুল?
কত আশা কত স্বপ্ন নিয়ে ফোটে,
অথচ ভাগ্যে শুধু লাঞ্ছনাই জোটে।
পায়ের তলায় পিষে কেউ থেঁতলে দেয়,
আবার কেউ অকারণে ছিঁড়ে টুকরো
টুকরো করে ছুঁড়ে ফেলে দিয়ে খুশি হয়।
বুনো ফুলও মুগ্ধতা ছড়ায় কারো মনে,
কৃত্রিম চশমায় ঢাকা চোখ গুলো বুনো ফুলের
সৌন্দর্য উপলব্ধি করতে পারে কি?
বুনো ফুলের নীরব ব্যথায় কারো
চোখের জল ঝরে কি অবিরত?
ধরণীতে মানুষ রূপী বুনো ফুল অজস্র
আঁধারের আড়ালে লুকিয়ে থাকে শতশত।
কেউ খুঁজে পায় সতেজ পবিত্র বুনো ফুল,
অনেকে আবার চিনতে করে বড় ভুল।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ