প্রিয় মুখ
এমন বিষণ্ণ মুখ নিয়ে বাগানে এসে দাঁড়িয়েছ
প্রকৃতি হয়ে পড়েছে উদাসীন
আমি কী তবে বৈরাগ্যের একতারা হাতে আখড়ায় ফিরে যাব?
তোমার এই কাতর দৃষ্টি নিয়ে যদি চলে যায়
তবে তো ঘুমের মধ্যেও,হয়ে পড়বো দৃষ্টিহীন
যেতে যদি হয়, দিশেহারা, চলো, তোমার সঙ্গে পালাবো
জীবনের যত বিষাদ কুঁড়ে কুঁড়ে দেখবো, কোথায় দাঁড়িয়ে রয়েছে সুখ