ঘুড়িদিন
চৈত্রের দুপুর ছিল শুধু ঘুড়ি ওড়ানো
আবছা চিলের ছায়ার মতন।
হারানো ঘুড়ির একটা সুতো আমি খুঁজে ফিরি
খুঁজে পেয়ে আবার হারাই।
গ্রীষ্মের ছুটিতে কে যেন, নাটাই ছুঁয়ে হঠাৎ বললেন :
শখ এত শান্ত আজ? ডাকাতি ব্যাপার?
রাজা ঘুড়ি, হেলিকপ্টার ঘুড়ি কতরকম
আজ কোথাও উড়াওড়ি নেই কোনও
এখন অসম্পূর্ণ বোধ শুধু সারাদিন
ঘুড়িদিন আবিষ্কার করা দিনকাল
মনস্তাপগুলো টানা বর্ষামঙ্গল; বায়ুসখা পলিথিন!