কষ্ট
আঁধার রাতে কষ্ট গুলো
কোথায় থেকে আসে?
কষ্টের জ্বালায় দুই চোখ আমার
লোনা জলে ভাসে।
বুকের ভিতর জমা কষ্ট
গলে মোমের মতো
মনে পরে তোমার কথা
তোমার স্মৃতি যতো।
রাতের প্রহর হয় যে দীঘল
ব্যথার তরী চড়ে
মনে আমার জ্বলে অনল
স্মৃতির জ্বরে মরে।
আহমাদ কাউসার প্রকাশ:
আঁধার রাতে কষ্ট গুলো
কোথায় থেকে আসে?
কষ্টের জ্বালায় দুই চোখ আমার
লোনা জলে ভাসে।
বুকের ভিতর জমা কষ্ট
গলে মোমের মতো
মনে পরে তোমার কথা
তোমার স্মৃতি যতো।
রাতের প্রহর হয় যে দীঘল
ব্যথার তরী চড়ে
মনে আমার জ্বলে অনল
স্মৃতির জ্বরে মরে।