Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আচরণ

যে শিকড় জন্মগত
দেখা আর শিখা ওখান হতেই,
শিক্ষার দৌড়ে উপরে উঠার
সিঁড়িটার কাছাকাছি আসা মাত্র
এর বেশী কিছু নয়।
যে শিকড়ের ছায়া হয় জন্মগত
বিকাশ সেখানেই, আচরণ ও তাই।
থমকে দাঁড়ায় মানবিকতা যখন
মেয়েদের প্রতি হয় অসম্মান
বোধ এত ভোঁতা যে
ভাবনায় আসতে চায় না
নারীর গর্ভেই জন্ম, লালন
সেই বটবৃক্ষের রস,ছায়াতেই জীবন।
আচরণ হোক তাই মেয়ে নয়
মানুষ সবাই,সম্মানটুকুও দুজনারই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ