হিমঋতু ও হলদে পাখি

হলুদ শাড়ি গায়,
হলদে পাখি যায়,
নীল আকাশে নতুন দেশে
হিম সে কুয়াশায়।
অতিথিরও বেশে
হিমকে ভালোবেসে
হিমঋতুকে পার করে সে
ঘুরবে দেশে দেশে।
দেখবে জগত জুড়ে,
কত পাখি উড়ে,
কে কতটা উঠতে পারে
একই আকাশ চুড়ে!
হিমঋতুটা গেলে,
গরম আভাস পেলে,
ফিরবে আবার আপন দেশে
বলবে এলেবেলে।