শীতের হাসি

ঠক ঠক কাঁপে শীতে
শীত ভালোবাসি
রূপ মেলে রৌদ্র আসে
মুখে ফুটে হাসি।
শীতের দুপুর মিষ্টি মধুর
জেগে উঠে বৃক্ষ
রোদের সাথে গল্প করে
শীতে কত দুঃখ।
সুদূর হতে আসে পাখি
আমার দেশে শীতে
দেশিপাখি ওদের দেখে
নেচে উঠে গীতে।
আহমাদ কাউসার প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮ পিএম
ঠক ঠক কাঁপে শীতে
শীত ভালোবাসি
রূপ মেলে রৌদ্র আসে
মুখে ফুটে হাসি।
শীতের দুপুর মিষ্টি মধুর
জেগে উঠে বৃক্ষ
রোদের সাথে গল্প করে
শীতে কত দুঃখ।
সুদূর হতে আসে পাখি
আমার দেশে শীতে
দেশিপাখি ওদের দেখে
নেচে উঠে গীতে।