Skip to content

পাখি

ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে
ঐ আকাশের মাঝে
কত পাখি আমার দেশে
দেখবে সকাল সাঁঝে।

 

বালিহাঁসে খেলা করে
জলে তুলে লহর
বকের সারি যায় রে উড়ে
উড়ে টিয়ের বহর।

 

দোয়েল শালিক লুকিয়ে থাকে
বাঁশ বাগানের ফাঁকে 
দুপুর বেলায় জামের ডালে
ঘুঘু পাখি ডাকে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ