ধান কাটার মরসুম
হেমন্তের আগমনী বার্তা
বাংলার প্রতি ঘরে,
সোনার ধানে মাঠ ভরেছে
খুশি উপচে পড়ে।
আমন ধানের মিষ্টি ঘ্রাণে
মন সকলের ভরে,
কদিন পরেই নতুন ধান
আনবে তুলে ঘরে।
মাঠে মাঠে ব্যস্ত কৃষক
ধান কাটার কাজে,
হেমন্তের রূপের ছোঁয়ায়
প্রকৃতি নব সাজে।
প্রতীক্ষা সব শেষ হয়েছে
ধান কাটার ক্ষণে,
নবান্নের রং লেগেছে
কৃষাণীর মনে।