কর্মগুণ
লবণ যতই হোক তিতা
সেটা বড় মূল্যবান
লবণ ছাড়া হয় না স্বাদ
এটাই তার প্রমাণ।
লজ্জাবতী লতার মতো
করো না অভিমান
ফুলে ফুলে ভরে যাক
প্রতিটি মানুষের প্রাণ ।
লক্ষ্য মানুষ তোমায় করে
কত যে সম্মান
কখনো দিতে পারবে না
সেই সম্মানের প্রতিদান।
লম্বা লম্বা বক্তব্য বলে
পায় কত করতালি
কেউ বোঝে না তখন
তাদের আসল বুলি।
লম্পট চরিত্রের মানুষগুলো
ধ্বংস করে সমাজ
ওদের কারণে নতুন প্রজন্ম
ধরছে উলঙ্গ সাজ।
লং এলাছি ছাড়া যেমন
হায়না রান্না মাংস
আচার ব্যবহারে মানুষের
চেনা যায় বংশ।
অনন্যা/জেএজে