Skip to content

২৪শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেঁধে রেখো

তুমি আমাকে বেঁধে রেখো মমতার আঁচলে
মোহিনী খোঁপার শীতল অন্দরমহল ভেতর
হৃদয় অতীন্দ্র সূক্ষ্ম অনুভূতি র মালা গেঁথে
নূপুরের রুনু ঝুনু শব্দের মাতাল ঝংকারে।

 

তুমি আমাকে বেঁধে রেখো উষ্ণতার আদরে
ঝিনুক যেমন পেটের ভেতর মুক্তো লুকোয়
মাটির বু কে লুটিয়ে থাকে নানান বৃক্ষ লতা
জননী সন্তানকে আগলে রাখে যেমন করে।

 

তুমি আমাকে বেঁধে রেখো ঠোঁটের কিনারায়
যে হাসির ঝলকে মৃত হৃদয় প্রাণ ফিরে পায়
হাজার বছরের ঘুমন্ত অনুভূতিরা সাড়া দেয়
নতজানু কষ্টের মাঝেও বাঁচার আশা জাগে।

 

তুমি আমাকে বেঁধে রেখো নিপুণতার সাজে
কাব্য কলি হৃদয় রসায়ন মধুর কথার মাঝে
যার হাতছানিতে চাঁদও জমিনে নেমে আসে
বেঁধে রেখো আদর সোহাগও শাসন মায়ায়।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ