Skip to content

 শীতকাল 

 শীতকাল 

বৃষ্টির মতো করে, শিশিরের কণা ঝরে 
কুয়াশায় ঢাকে বাড়িঘর। 
গাছের পাতার ফাঁকে, পাখিরা লুকিয়ে থাকে 
শীতে সব কাঁপে থরথর।

শীতে বুড়ো বুড়ি  কাঁপে, ঠাঁই খোঁজে উত্তাপে 
সূর্যের দেখা পাওয়া দায়।
একটু তাপের তরে, খড়কুটো জড়ো করে 
সবে মিলে আগুন পোহায়।

শীতের সকাল হলে, ঘটি কাঁধে গাছি চলে 
গাঁয়ের মাটির পথ ধরে।
হরেক পায়েস পিঠা, খেতে বেশ লাগে মিঠা 
শীতে সবে খায় মজা করে।