Skip to content

২রা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৭ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

বহুদূর থেকেও একটু বেশি দূরে

দূর থেকে বহুদূর যাবার জন্য
বেশ সামর্থ্য আছে আমার;
কিন্তু; একা-একা না হেঁটে
হাতে-হাত ধরে অথবা
আঙ্গুলে আঙ্গুল গুঁজে
ছন্দে-ছন্দে পায়ে-পা ফেলে
স্বাদ-গন্ধ নিতে-নিতে যেতে চাই
বহুদূর থেকেও-
একটু বেশি দূরে!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ