মনুষ্যত্ববোধ
জাগ্রত হোক বিবেক তোমার এবারে,
মনুষ্যত্ব উড়ে গেল দেখো তুমি তারে?
অনাহারে লোকে মরে দেখো চক্ষু মেলে;
তুমি করো বিলাসিতা কত অবহেলা!
জ্ঞানপাপী বলে লোকে গেল কই শিক্ষা,
কোটিপতি তুমি নাকি বাবা করে ভিক্ষা।
সুদ-ঘুষ খেয়ে তুমি বাড়িয়েছ ভুরি,
জগতের পরে তব নাই কোনো জুড়ি।
কি দেবে জবাব তুমি মালিকের কাছে;
পাহাড় সমান পাপ জমা হয়ে আছে।
নত শিরে তাঁর কাছে পুণ্য করো জমা;
আখিরাতে যদি তুমি পেতে চাও ক্ষমা।