Skip to content

১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এই বাংলা আমার 

এই চিরচেনা বাংলা আমার যার মেঠোপথে পারি দিয়েছে সেই বায়ান্নর তামাল কিশোর রফিক,
শফিক, জব্বার।
এই চিরচেনা বাংলা আমার যার ঘরে জন্মেছে হাজারো বীরশ্রেষ্ঠ।
এই চিরচেনা বাংলা আমার যার কোলে এখনো জেগে আছে জাতির পিতা শেখ মুজিব।
এই চিরচেনা বাংলা আমার যার ঘরে এখনো আসে বাংলার রুপ যে 
রূপে রুপালি গোধূলির দেখা যে আজও মেলে।

 

এই আমার চিরচেনা  বাংলা আমার  যার মাঝে হারিয়ে গিয়েছে সকল দেশের কবি।
এই চিরচেনা বাংলা আমার যার অন্তঃস্থলে রয়েছে সৌন্দর্যের একখানা চাঁদর যে চাঁদর এখনো রয়েছে আমার দেশের পল্লীগ্রামে।
এই সেই আমার চিরচেনা বাংলা যাকে ভালোবেসে শহীদ হয়েছে হাজারো মুক্তিকামী বীর বাঙ্গালী।
তাই সব তরেই আমার এই বাংলা শুধু আমারি অহংকার।

 

এই সেই আমার চিরচেনা বাংলা যার মাঝে বহমান পদ্মানদীর শীতল রঙ্গভূমি।
এই সেই আমার চিরচেনা বাংলা যার মাঝে রয়েছে মোহন লাল আর মীর মদন এর আবাসভূমি।
এই সেই আমার চিরচেনা বাংলা যার কূলে গান জমে সাঁঝের অল্প
কিরণে।

 

এই সেই আমার চিরচেনা বাংলা আমার যার মাঝে আজও আসে নতুন দিনের পহেলা বৈশাখ।
এই সেই আমার চিরচেনা বাংলা যার নাম আমার দেশের সোনার বাংলাদেশ।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ