বিরতি কোথায়
কোথাও বিরতি নেই।
রাতের নৈঃশব্দতায় নিশ্চুপ জেগে থাকি,
শব্দহীন সময়ের প্রহর গুনে গুনে
শেষরাত্রিও শেষ হয়ে যায় অবশেষে।
ভোরের কুয়াশার ধোয়াশার আঁধারে
টুপটাপ শেফালিও ঝরে যায়।
নতুন সূর্যের প্রথম রোদের আঘাতে
ঘাসের ডগায় ক্ষয়ে যায় শিশির কণা।
নিত্যদিনের নতুনের সূচনায়
অনেক পিছনে চলে যায় শতাব্দী।
স্বপ্ন মুছে যায়, জীবন ক্ষয়ে যায়,
অবাক পৃথিবীর রঙীন মোড়কে।
সমস্ত বিশ্বাস একে একে নষ্ট হয়ে যায়,
সবই তো শেষ হয় নশ্বর পৃথিবীর,
সুখের বাসা ফেলে সুখও যে চলে যায়
এক জীবনের প্রতিশোধ নিয়ে।