হেমন্তের রূপ
শরতের শেষে দেশে হেমন্ত আসে,
ফসলের মাঠজুড়ে পাকা ধান হাসে।
গান গেয়ে ধান কাটে বাংলার চাষা,
মনে তারা পুষে রাখে কতশত আশা।
সকালে ও রাতে ঝরে শিশিরের কণা,
প্রকৃতির বুকে আঁকা কত আলপনা।
রাতের আকাশে হাসে কোটি কোটি তারা,
জোনাকির আলো করে মন মাতোয়ারা।
গীত গেয়ে ধান ভানে ঢেঁকিতে কৃষাণী,
হালকা শীতল বায়ু দেয় হাতছানি।
পিঠাপুলি পায়েসের ধুম লাগে বেশ,
নবান্ন উৎসবে মেতে ওঠে দেশ।