রক্তে অর্জিত ভাষা
বাংলা আমার মায়ের ঘ্রাণ
বাংলায় কথা বলি
বিশ্বের বুকে বাংলা ভাষায়
বুক ফুলিয়ে চলি।
বাংলা আমার ভাইয়ের দান
বাংলায় গান গাই,
বাংলা ভাষায় ছন্দ লিখে
মনে শান্তি পাই।
মোদের ভাষা বাংলা ভাষা
আকাশ পাতাল ভূমি
রক্তে অর্জিত বাংলা ভাষা
প্রাণের চেয়েও দামি।