হারানোর গল্প
হারিয়ে যাওয়ার গল্প যদি বলি,
পাহাড় ঘেরা পথে;
গুটি পায়ে হারিয়ে ছিলাম
ছোট্ট বেলায় একলা আমি।
কিশোর বেলায় মেলার ভীড়ে,
হারিয়ে ছিলাম কেমন করে;
নেই, মনে নেই কিছু।
পথ ভোলানো পথিক আমায়
পথ হারিয়ে এক অবেলায়,
বলল ডেকে কানে কানে;
হারিয়ে যেতে নেই তো মানা।
এখন হারাই নিজের কাছে,
নিজের পথেই ঘুরে ফিরে
ফিরে আসি আপন পথে।
কবে হবে শেষ হারানো;
নেই, জানা নেই কিছু।
শেষ হারানোর অপেক্ষাতে
প্রহর গুনি পথের পাশে,
বসো যদি মূহুর্ত কাল;
হারিয়ে যাওয়ার গল্প শুনাই এসো।