চর
জল শুকিয়ে এই দুটি চোখ
তপ্ত বালুচর,
নিঠুর মাঝি মরা গাঙ্গের
নিলো না খবর।
চরের পরে চর পড়েছে
বুক জুড়ে তার বাঁধ,
তাই তো মাঝি ভুলে গেছে
নোনতা জলের সাধ।
শামীম শাহাবুদ্দীন প্রকাশ:
জল শুকিয়ে এই দুটি চোখ
তপ্ত বালুচর,
নিঠুর মাঝি মরা গাঙ্গের
নিলো না খবর।
চরের পরে চর পড়েছে
বুক জুড়ে তার বাঁধ,
তাই তো মাঝি ভুলে গেছে
নোনতা জলের সাধ।