ব্যাপ্তি
অন্ধকারের পোশাক পরে আছো
নাকি তুমি নিজেই অন্ধকার
মাটিতে পা পড়লে তৈরি হয় ক্ষত
ধীরে ধীরে জমাট বেঁধে আসে রক্ত
অনেক খুঁজেছি উত্তর, সে ব্যথা তবে কার ?
চোখের পলকে গাছ নড়ে ওঠে
চোখের পলকে আকাশ চির খেয়ে যায়
আমার স্বাধীনতা, নুয়ে পড়া মাথা
সটান মেরুদণ্ডে শিকল ছিঁড়ে উঠে দাঁড়ায়
জলোচ্ছ্বাসে ধুয়ে যাবে তবে সাকার ও নিরাকার।