Skip to content

২৪শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম নারী অর্থমন্ত্রী পেল কানাডা

মরনিও’র স্থলাভিষিক্ত হলেন ফ্রিল্যান্ড বিল। এর আগে মরনিও সোমবার বিরোধী দলের চাপে আকস্মিক পদত্যাগ করেন। উই চ্যারিটির বিষয়ে কেলেঙ্কারির জেরে মরনিওকে পদত্যাগ করতে হয়।

 

অটোয়ায় স্বল্প আয়োজনে শপথ গ্রহণের পর ফ্রিল্যান্ডকে উপস্থিত সকলে করতালির মধ্যদিয়ে স্বাগত জানায়। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে অতিথিরা এ শপথ অনুষ্ঠানে উপস্থিত হন। পরে ট্রুডো আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্ট মুলতবির ঘোষণা দেন।

 

ফ্রিল্যান্ড (৫২) ইতোমধ্যে লিবারেল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সাবেক সাংবাদিক ফ্রিল্যান্ড ২০১৫ সালে প্রথম নির্বাচিত হন। তিনি এমন এক সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গভীর সংকটে দেশটির অর্থনীতি।

 

ফ্রিল্যান্ড বলেন, আমাদের অর্থনীতিতে প্রাণবন্ত পুন:সূচনা দরকার। আর এটি হতে হবে ন্যায়সঙ্গত ও সার্বিক।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ