Skip to content

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ডিঙ্গি নৌকা

সেই যে কবে, ভুলে গিয়েছি
বর্ষার জলে বৃষ্টির কলতানে
ডিঙ্গি নৌকা নিয়ে
ভেসে যাওয়া এ গাঁ হতে ও গাঁ।

 

কখনও সাদা ফকফকা আকাশ
ক্ষণিকের মধ্যে ধুপকালো অন্ধকার
আকাশ মাঝে মেঘের ঘনঘটা
মুহূর্তের মাঝে ঝড় ঝড় করে
পড়ে চারি পাশে
সামান্য কিছু সময় ধরে।

 

বৃষ্টির জলে ভিজে
মাছ ধরার আনন্দে সময় কেটেছে
কত অজানা সুখে গাঁয়ের পথ ধরে
আজ হয় না, ডিঙ্গি নৌকায় চড়া
বৃষ্টির জলে ভিজে মনের আনন্দে
বিলের জলে মাছ ধরা।

 

বর্ষার আকাশে মেঘের আভাস দেখে
বসি ঘরের কোণে বেলকনিতে
ঘর হতে শুধু চেয়ে থাকি বাহির  পানে
বৃষ্টির জলের শব্দে
স্মৃতি মনে পড়ে ক্ষণে ক্ষণে।

 

এখন নীরব রাতের আঁধারে শুনা যায় না
ঘরের চালে বৃষ্টির শব্দ
রাত্রি শেষে ভোরের আলোতে দেখা যায়
বৃষ্টির জলে কাদা মাটি সেঁতসেঁতে
শহরের পথ ঘাট। 

 

বর্ষাকালের কিছু চিত্র
শহরের গলি পথে পড়ে থাকে
আবর্জনায় ভরা নর্দমা
তাই দেখে মনে হয়, এখনই বর্ষাকাল।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ