মৃত্যু
মৃত্যু কখন কড়া নাড়ে
আমার দুয়ারে
পাথেয় কিছু নাইযে আমার
নেবো কবরে?
চিন্তা ভিষণ মরন কালে
আমি অভাগার
মরার পরে কেমন হবে
অন্ধকার কবর!
সব হতাশার এক ভরসা
আল্লাহ- নবীর দয়া
সেই দয়াতে পার হইবো
পরপারের খেয়া।।
সেলিম আহমদ কাওছার প্রকাশ:
মৃত্যু কখন কড়া নাড়ে
আমার দুয়ারে
পাথেয় কিছু নাইযে আমার
নেবো কবরে?
চিন্তা ভিষণ মরন কালে
আমি অভাগার
মরার পরে কেমন হবে
অন্ধকার কবর!
সব হতাশার এক ভরসা
আল্লাহ- নবীর দয়া
সেই দয়াতে পার হইবো
পরপারের খেয়া।।