Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাখিরা গায় গান

গাছে গাছে ফুল ফুটেছে
পাখিরা গায় গান
চারদিকে রূপের মেলা
ক্ষেতে ভরা ধান ।

নীল আকাশে পায়রা ওড়ে
দেখতে আমি পাই
প্রজাপতির মেলা বসে
ভালো লাগে ভাই ।

দোয়েল-শালিক গান গেয়ে যায়
পুলকিত মন
চারদিকে চোখে পড়ে
সবুজ ঘেরা বন ।

সুস্বাদু সব ফল খেয়ে যে
শীতল আমার বুক
ছয়টি ঋতুর রূপ দেখে ভাই
মনে জাগে সুখ ।

সোনার ফসল কাটে চাষি
মাঠে তারা রয়
নদীর বুকে জেলে ভাইয়ের
মাছ যে ধরা হয় ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ