উপলব্ধি
সাগরে যাবো, পাহাড়ে যাবো
ঠিক কবে যাবো আমি সত্যি জানিনা!
আর কিছুটা সময় পেরোলেই বাঁক,
বাঁক পেরোতে গেলেই নদী
সব ঠিক হবে একদিন
তবু বাড়ি কবে ফিরবো জানিনা
আমি না থাকলেও তোমার পৃথিবী রঙিন।
এই চেনা শহর কখন হয় জনশূণ্য জানো কি?
আকাশটা অনেক নীলচে হয় তবু
কালচে মেঘের মাঝে খোঁজো কেন সুখ?
রাতের আঁধার সরিয়েছে মেট্রোপলিস,
ভোর হলে আনন্দে পাখিরা উড়ে বেড়াবে,
তবু আমার মন খারাপ হয়।
পরিচিত গলি তোমার,
সেখানে নেই কেউ দাঁড়িয়ে দেখেছো কি কোনদিন?
তুমি চাইলেই হয়ে যেতো দেখা একদিন,
কিন্তু হবে না হয়তো আর দেখা
তোমারই ইচ্ছেতে সময় জমিয়ে রাখ।
সবকিছু হয়ে যাবে ঠিকঠাক,
আমাকে ছাড়া তোমার জীবন থাকুক রঙিন,
বুকভরা ক্লান্তিহীন শ্বাস,
বাড়ি কবে ফিরবো সত্যিই আমি জানিনা
হারিয়ে গায়ে রোদ জড়াবো, ছায়ায় বসছি না।