আমরা পেলাম স্বাধীনতা

একাত্তরের আগে আমরা
পরাধীন এক জাতি ছিলাম,
নিপীড়িত-নির্যাতিত
শব্দগুলোর সাথী ছিলাম।
এ দেশ থেকে দূর করিতে
পাক-শাসকের প্রবঞ্চনা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
স্বাধীনতার দেন ঘোষণা।
দুঃশাসনের শিকল ছিঁড়ে
ভেঙে পাথর নীরবতা,
ছাব্বিশে মার্চ একাত্তরে
আমরা পেলাম স্বাধীনতা।
পাকির সাথে রক্তক্ষয়ী
যুদ্ধ হল নয়টি মাসে,
ষোলোই ডিসেম্বর বিকেলে
প্রত্যাশিত বিজয় আসে।