পাথর প্রতিমা

হারিয়ে যাওয়া প্রিয় মানুষ, নদীর ধারে একটা প্রদীপ রেখে যায়
চাপা ফুলের সাজানো ডালি, শৈশবের গন্ধ জুড়ানো
সম্পর্কের লতানো লতা, ঘরপোড়া বেড়া ডিঙোতে ডিঙোতে
পাথরভাঙ্গা হাতের কাছে এসে স্ফুলিঙ্গের ভিতর
পুড়ে মরবে বলে, স্মৃতিহারা,পতঙ্গের গান
যেমন উলঙ্গ শিশু, নত মস্তক, ভূমি ছোঁবে বলে
কম্পনে জানান দেয় মাতৃগর্ভ পৃথিবী
বিমূর্ত সত্তা নিয়ে,আমাদের সলতে মুখে, অনির্বাণ শিখা জ্বলতে থাকে।