ভয়
রাতের শরীর বেয়ে গড়িয়ে নামছে ভয়
ঝোপের আড়াল থেকে উলঙ্গ করে দিচ্ছে
বন্য শ্বাপদের উপদ্রবের হানা
ইগলুর মতো শরীর নিয়ে খাঁচার ভেতরে প্রাণ।
নিরন্তর সম্পর্কের বরফ গলছে, গলতে গলতে জ্বলছে
জ্বলতে জ্বলতে উদাসীন, রাতকানার হাতে তুলে দিচ্ছে মশাল
শ্মশানে কলসি কলসি জল ঢেলে, চিতার আগুন নেভাতে পারো
দমবন্ধ হয়ে আসা ধূলিঝড়ে, জীবনের আগুন নেভাবে কি করে?