বিশ্বকবি রবীন্দ্রনাথ
টাপুরটুপুর বৃষ্টি যখন
ঝরে উঠোনজুড়ে
গীতিকবি রবীন্দ্রনাথ
বংশী বাজায় সুরে।
আঁকাবাঁকা নদী যখন
ছন্দে বয়ে চলে
শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ
কাব্যে কথা বলে।
আমার সোনার বাংলা যখন
সাজে ফুলে-ফুলে
কবিগুরু রবীন্দ্রনাথ
হাসেন তৃণমূলে।
গল্প, ছড়া, গান, কবিতা
উপন্যাসে সেরা
বিশ্বকবি সর্বত্রই
করেন ঘুরাফেরা।
অনন্যা/জেএজে