শিল্পের অবসাদ
শিল্পের সময়গুলো আজ নেতিয়ে পড়েছে
বেসুরো গলার মতো, যেন ছেঁড়া তারে
বেতাল রাগ, বহুদিন পর আজ ছেঁড়া তারের
বেহালাটা চেয়ে আছে আমার দিকে, পেতে চায়
নরম হাতের কোমল ছোঁয়া, আবার নতুন করে
বাজতে চায়, বাজাতে চায়।
তরলা বাঁশের বাঁশির মতো সুরের ঝংকারে
চারদিক মাতিয়ে রাখতে চায়, কিন্তু হায়!
সময় বড়ই কঠিন, শিল্প আজ আড়মোড়া
ভেঙে উঠার মতো অবস্থানে নেই, ঘুমিয়ে আছে
অবসাদ আর ক্লান্তি নিয়ে!