ইচ্ছে ডানা
ইচ্ছে পাখি মেলেছে ডানা
মনের জোরে এসে,
পাখির এখন উড়তে মানা
নীল পরীদের দেশে।
ইচ্ছে ডানা তা মানে না
দেখবে ঘুরে পরী,
হয়নি দেখার সময়টা তাই
এখন কি যে করি!
পড়ে যাবে পাখি যদি
ছোট্ট ডানায় ওড়ে,
ভীষণরকম ব্যথা সে তো
পাবে বাহুডোরে।
ইচ্ছে পাখির প্রশ্ন মনে
ছোট্ট হলাম কবে?
সময় এলে সব আশা তো
পূর্ণ সবি হবে।