Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সেতু

দু'টুকরো ভালবাসা জুড়ে একটা সেতু তৈরী হয়
ওপরে রোদ আর ছায়া লুকোচুরি খেলে, মায়াবী সন্ধ্যা নামে
নিচে কলকল ছলছল, পাথরে পাথর ঠুকে নদী বয়ে যায়

ডানাকাটা পরী আসে অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হবে বলে
চোখের ভাষা নিয়ে দাউদাউ, পোড়ে বর্ণমালা
ভালবাসা উড়ে যায়, উড়ে যায়, সেতু জুড়ে পড়ে থাকে শুধু স্মৃতি

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ