Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

একদিন ঘুমিয়ে যাবো 

একদিন ঘুমিয়ে যাবো এখানে
চুকে যাবে জীবনের সব আবদার 
তোমাদের মাঝে আমি আসিবো না আর।

 

থেমে যাবে ধরণীর যতো কোলাহল 
গোধূলির লাল আলো গ্রাসিবে আঁধার
চিরতরে ডুবে যাবো উদিবো না আর। 

 

মাটির দেয়াল ভাঙবে বুকের উপর 
বাঁশের চাটাই খসে হবে একাকার 
তবুও কেউ জানিবে না খবর আমার। 

 

বুকের জমিন ভরে হয়তো ঘাস
গজাবে সতেজ হয়ে, শালিকেরা উড়ে
এসে ধীর পায়ে খুঁটিবে আহার।

 

হয়তো কারো বেপরোয়া গোরু এসে 
ঘাস খেয়ে তাড়া খাবে বারবার- 
তবুও আমি থাকিব নির্বিকার। 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ