Skip to content

নতুন বছর নতুন প্রভাত

নতুন বছর নতুন প্রভাত

এই নতুনে থাকবো ভালো
আশায় প্রদীপ জ্বালি
প্রভুর কাছে দু'হাত তুলে
স্বপ্ন সুধা ঢালি। 

 

নতুন আলোয় নতুন প্রভাত
চতুর্দিকে আলো
নতুন পাতায় লেখা হবে
সকল কিছু ভালো। 

 

নানান ফুলে সাজবে ধরা
হাসবে ফুলে ফুলে
সুখের পশরা দিবে সবার
আপন হাতে তুলে। 

 

মাতবে সবাই খুব আনন্দে 
থাকবে সবাই ঘোরে
নৃত্য করবে সুরে সুরে
স্বপ্ন জয়ের তোড়ে। 

 

গাইবে পাখি সকল ডালে
বাঁধবে নতুন বাসা
নতুন বছর পূরণ করবে
সব মানুষের আশা।