প্রকৃতির তাণ্ডব
বানের জোয়ারে ভেসে যাচ্ছে
অসহায় মানুষের বসতভিটা
স্বজনহারা মানুষের কান্নায়
ভারী হচ্ছে মেঘলা আকাশ
গৃহহারা মানুষের হাহাকার
চলছে দিবানিশি।
সর্বনাশা ঝড়ের তাণ্ডব চলছে চারপাশে
হুশিয়ারি ঘণ্টা বাজে
গৃহহারা মানুষের কানে-কানে।
প্রকৃতির তাণ্ডবে মেঘের গর্জনে
নদীর পাড়ের মানুষ হয়েছে দিশেহারা,
গঙ্গার জল আছড়ে উঠে
মানুষের হাহাকার বুকের ভিতর চলে।
আকাশের মাঝে দুর্যোগের ঘনঘটা
আশ্রয় খুঁজে ফিরে বানবাসী
পথে প্রান্তরে, হয়ে দিশেহারা।
ঝড়ের হাওয়া ছুটছে বেগে
মাইলকে মাইল।
মাঝি-মাল্লা, রাখাল ছুটে
প্রাণ বাঁচাতে বহুদূর
বোবা প্রাণী বলতে পারে না, কিছুই
নীরবে ভেসে যাচ্ছে,
বানের জলে।
সূর্য লুকিয়েছে মেঘের আড়ালে
ঝড়ের তাণ্ডব দেখে, হাসে অন্তরালে
দৈত্ববেশে আসে সে স্বর্গ হতে মর্ত্যে
বানবাসি মানুষকে করে যায় নিঃস্ব।
ঝড়ো হাওয়া থেমে যাবে, দু'দিন পরে
অভাব নামের দানব থেকে যাবে
ঘরের দুয়ারে
ত্রাণের আশাতে বুক বেঁধে
বানবাসি মানুষ ঘুরে পথে-পথে।
ভিটে-মাটিহীন মানুষের আর্তনাদ
ভেসে বেড়াচ্ছে, ঝড়ো হাওয়ায়।