ঈদুল ফিতর

ঈদুল ফিতর
এসে গেছে ঈদুল ফিতর
একটি বছর পর,
থাকবো সবাই হাসিখুশি
সারাটা দিনভর।
ভোর বিহানে পাখির ডাকে
উঠবো সবাই জাগি,
নতুন জামায় ঈদের খুশি
করবো ভাগাভাগি।
ঈদের দিনে ফিতরা দিয়ে
থাকবো দুঃখীর পাশে,
দেখবো তাদের মনটা যেনো
আনন্দেতে ভাসে।
ঈদের মাঠে নামাজ পড়ে
করবো কোলাকুলি,
মনের ভেতর জমে থাকা
হিংসা অহং ভুলি।