Skip to content

২২ মে, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ

ঈদুল ফিতর

ঈদুল ফিতর

এসে গেছে ঈদুল ফিতর
একটি বছর পর,
থাকবো সবাই হাসিখুশি
সারাটা দিনভর।

ভোর বিহানে পাখির ডাকে
উঠবো সবাই জাগি,
নতুন জামায় ঈদের খুশি
করবো ভাগাভাগি।

ঈদের দিনে ফিতরা দিয়ে
থাকবো দুঃখীর পাশে,
দেখবো তাদের মনটা যেনো
আনন্দেতে ভাসে।

ঈদের মাঠে নামাজ পড়ে
করবো কোলাকুলি,
মনের ভেতর জমে থাকা
হিংসা অহং ভুলি।