অনাহারী
অন্ন তুলে দাও না আজি
অনাহারীর মুখে,
নিত্য তোমার বিলাসিতা
গরীব মরে দুখে।
এতিম মিসকিন অবহেলায়
ঘুরে পথে পথে,
মানব সেবায় হও আগুয়ান
তুমি দিশারথে।
প্রতিবেশীর খোঁজ খবর নাও
কেমন আছে তারা,
অনাহারে অর্ধাহারে
কতই দিশেহারা।
দিনে দিনে গড়ে তুমি
কালো টাকার পাহাড়,
চিন্তা নাই যে একদিন তুমি
জবাব দিবে তাহার।
দুই দিনের এই দুনিয়াতে
করে শত রঙ্গ,
সকল কিছু পাল্টে গিয়ে
খেলা হবে ভঙ্গ।