ঝরা পাতা
আমি ঝরা পাতার মতো ঝরে পড়ি
ভেসে যায়,, ঠিকানা বিহীন ঠিকানায়।
আমায় ডেকে কোথায় থাক অজানায়
বন্ধুকে নিমন্ত্রণ করে তুমি হীন ঘর বাড়ি।
তোমায় কোথায় না পেয়ে দিশেহারা
কোন ছলনায় বাঁধতে চাও আমায় বলো।
মেঘ হয়ে তোমার পিছন ছুটে বেড়ায়
তুমি আড়াল হও পাহাড়ের আঁধার বুকে।