ঘরহারাদের শোক

সেখানে গোলাপ ছিল বাগান ছিল সৌন্দর্যময়
প্রজাপতি-ভ্রমরের ওড়াউড়ি পড়েছে নজরে,
সাপ ছিল ফণা তোলা ভবিষ্যৎ অন্ধকারময়
তবু ছিল ভালোবাসা শান্তিমাখা নিজেদের ঘরে।
সেখানে জীবন ছিল সংগ্রামী রোহিঙ্গা বধূদের,
শিশুদের, যুবাদের, বৃদ্ধাদেরও আল্পনা আঁকা,
ছিল না সুখের ঢেউ, সমুদ্রের ঐ ঘূর্ণিতে ফের
শঙ্কা ছিল ডুবে যাবে অনাগত রামধনু পাখা।
সেখানে এখন শুধু সাপ আছে গোলাপেরা নেই
বাগানের ফুলগুলো পুড়ে ছাই হিংসার আগুনে,
নাফের জলের স্রোতে লাল হয় পা’টা ভেজালেই
বসন্ত আসবে দেখো আরাকানে এবার ফাগুনে।
শোকের মাতম দেখে কাঁদে বুঝি সৃষ্টিকর্তা নিজে
পিশাচ শাসক তার অশ্রুতে দুই চোখ না ভিজে।
অনন্যা/এসএএস