প্রবাহধারা

নিরন্তর গৃহদাহের ভেতরেও
পর্দা ওড়ে
দরজা দিয়ে হাওয়ার মতো
প্রবেশ করে অশরীরী মানুষ
জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার আগেও
কিছুটা শ্বাস প্রশ্বাস রেখে যায়
আমাদের রক্তে যে আগুন থাকে
প্রবাহের নামও তাই জল
একদিন, শীতল হবো তো জানি
তার আগে নিরন্তর, এই প্রবাহধারা