ভাগের মা
ভাগের মা, আমাকে ভাগ করতে এসো না
এ জলে, মিশেছে অনেক রক্ত
এ জলে, মিশেছে অনেক কান্না।
গঙ্গা পদ্মা একই জলধারায়
চোখের মণি আর চোখের তারায়
ভাগ যদি করতেই হয়
ভাগ করে নাও যন্ত্রণা।
ভাগের মা
মানুষ বড়ো দুর্ভাগা
সান্ত্বনা দিতে পারো বা না-পারো
বিভাজনের রাজনীতি শিখিও না।