কে আমি?
আমি কে, কে এই আমি?
হয়তো কারো আদুরে সন্তান,
ভাই ভাতিজা পোতা বন্ধু
নয়তো কারো প্রেমিক বা স্বামী নামের আপনজান।
কখনও পথের পথিক
রিজিকের শ্রমিক,
ঘুমে নিষ্পাপ
ধর্মালয়ে ধার্মিক।
পাপের পাপী ভণ্ড খুনি
শাসক শোষক রাজনীতিবিদ,
না হয় নির্যাতিত দেশপ্রেমিক।
কেউবা জাতির বিবেক
কবি লেখক শিক্ষক,
পীর ফকির অলি আউলিয়া
আউল বাউল সাধক।
আছে ধর্মব্যবসায়ী কালোবাজারি
বলাৎকারক ধর্ষক,
টেন্ডারবাজ সুদ-ঘুষখোর
দেদারসে চলছে মাদক ।
সেই আমিই কারো বাবা চাচা
অবসরপ্রাপ্ত দাদা নানা,
ক্রমশ ছোট হয়ে আশা এই সুন্দর পৃথিবীতে
ব্যবস্থাপত্রের বাইরে চলা মানা।
একদিন নিয়মে প্রস্থান করবে আমি
ডাকবে যখন জগৎস্বামী,
কিন্তু আফসোস আজও উত্তর পাইনি
কে এই আমি?
কখনও সাধু কখনও শয়তানরূপী এই স্বজন,
কেয়ামত অব্ধি যার সাথে মিলবে না অন্য কারো আনন।
কে, কে, এই আমি?