সোনার ছেলে
বেজায় রোদে পুড়ছে চাষা
ফলাতে সোনার ফল,
মাঝ সাগরে ভাসছে দেখো
অভীক জেলের দল।
খণ্ড লোহায় গড়ছে কামার
নিদারুণ কারুকাজ,
হাত বুলিয়ে করছে কুমার
কাদামাটির সাজ।
কাঁচি হাতে নাপিত মশাই
করছে কেশের ছাট,
জুতো সেলাই করছে মুচি
ভোঁমরে দিনরাত।