লঙ্কাকাণ্ড
দুর্দিন দেখা দিলে রাবণের লঙ্কায়
তাই দেখে হনুমান বাড়ি দেয় ডঙ্কায়।
বসে রোজ মগডালে
বারি দেয় ঠিক তালে
বানরের কাছে কয়, দেশ তার শঙ্কায়!
হনুমান দোষ খুঁজে তার দেশে সিংহের
ভুলত্রুটি খুঁজে তারা চৌকস কিং এর।
কয় তারা ভয় আছে
সিংহের ক্ষয় আছে।
তাই বলে পুজা দেয় ছাগলের শিং এর!
ডালে বসে হনুমান করে যায় পাঁয়তারা
সিংহের পরাজয় মোট কথা চায় তারা।
হনুমান, বান্দরে…
দেশ গেল, গান ধরে
এই গানে নাচবার অনুসারী পায় তারা।
অনন্যা/জেএজে