Skip to content

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চার কবিতা

বনসাই মানব
বৈশিষ্ট্য আর বিপন্নতায় দ্বারপ্রান্তে
ক্ষয়ে যাচ্ছে স্বত্ত্বার অস্তিত্ব।
ভালো মন্দের বেরসিক সম্মিলনে
মন্দের পাল্লা যে ঊর্ধ্বগামী।

মন্দের দূর্দান্ত প্রতাপ সর্বশান্ত করছে
সুশীলের মানবিক পরমাত্মা।
দ্বন্দের অর্ন্তকলহে হ্রাস শুভ চেতনা
বনসাই হচ্ছে দিন দিন মানবের স্বাতন্ত্র্যতা।

স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্নের এক ফেরিওয়ালা-
বাড়ি বাড়ি স্বপ্নের ফেরি করি,
স্বর ভাঙা গলায় হাঁকি অবিরাম
স্বপ্ন বেচাকেনায় জীবনটা গড়ি।

স্বপ্ন নিবেন ! স্বপ্ন !
কতশত রঙে রাঙানো রঙিন স্বপ্ন,
সুখ-দূঃখ, হতাশা-বেদনা ভরা ধূসর স্বপ্ন
বিলাসী বাহারীর সাথে আছে নিম্ন।

স্বপ্ন নিবেন ! স্বপ্ন !
সস্তায় দিয়ে যাবো আছে কয়েক মুহুর্ত,
ভোরের আলো ফুটতে শুরু করেছে
দিবসে বিলীন হয়ে ওরা হবে বিমূর্ত।

ডিমের বাজার
হাঁস মুরগিরা জোট করেছে
ডিম দিবেনা আর,
বেজায় শক্ত জোট ওদের
বড় উগ্র বাজার।

ষাট টাকার ডিমের হালিতে
মাটিতে পড়েনা পা,
সোনার ডিমই দিচ্ছে বুঝি?
বাজার কমছে না।

ছুঁতে গেলেই ফোস্কা পড়ে
খাওয়া দূর কথা,
আকাশ ছোঁয়া ডিমের দামে
মনে বেজায় ব্যথা।

প্রবাসীর কষ্ট
প্রবাসীরা যে টাকার মেশিন ভাবে অনেকে
তাদের ব্যথা বোঝার লোক নেই পৃথিবীতে।
ওদের ঘামেই সভ্যতা আজ বিকশিত হয়
ঘরে বসে ওদের টাকাই করে যে অপচয়।

সচল রাখে দেশের চাকা ঐ প্রবাসী ভাই
স্বজন ছেড়ে যোজন দূরে শান্তি মনে নাই।
মৃত্যু ঝুঁকি নিয়ে ওরা কাজ করে দিনরাত
দিনের শেষে জোটেনা তবু একমুঠো ভাত

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ