ওদের কষ্ট আহমাদ কাউসার প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১২:৩৯ পিএম নিঝুম রাতে কনকনে শীত লাগে ওদের গায় ফ্লাইওভারের নিচে ঘুমায় মাটির বিছানায়। পথশিশুর কষ্ট বাড়ে শীত এসেছে তাই কারোর গায়ে ছেড়া জামা কারোর গায়ে নাই। টুকরো কাগজ পুড়ে তারা দেহে লাগায় তাপ ছোট ছোট শিশু গুলোর মুখে কষ্টের ছাপ। Share