Skip to content

রাজধানী

রাজধানী

রাজধানী ভাই ঢাকা আমার
অনেক অনেক সেরা
খুব অপরূপ ডিজাইন দিয়ে
এই যে শহর ঘেরা।

দেখতে ঢাকা অনেক ভালো
কি যে দারুণ লাগে
রূপটি দেখে মনের মাঝে
সুখের হাওয়া জাগে।

তাইতো দেখি কত মানুষ
দিচ্ছে ঢাকা পাড়ি
ঢাকার এমন রূপটি দেখে
মন টিকেনা বাড়ি।

কোনো কিছুর নেই যে অভাব
সব ই ঢাকায় আছে
আজব শহর পরিচিত
সব মানুষের কাছে।

দর্শনীয় জায়গা অনেক
আছে ঢাকার বুকে
যেদিকে ভাই তাকাই আমি
মন ভরে যায় সুখে।