সময়ের খরস্রোতে
চোখের তারায় লেগে ছিলে তুমি,
এক শ্রাবণে বৃষ্টির ঢল নেমে
হলো জলাভূমি।
মনের মায়ায় বাঁধাই ছিল তোমার ছবি,
অজানা ঝড়ো হাওয়ায় গেল ছিঁড়ে
ছিল যত স্মৃতি ফ্রেমে বন্দি ।
তোমার ছবি আঁকা ছিল হৃদয়ের দৃশ্যপটে,
রঙগুলো সব ছড়িয়ে গেল
ভিজে চোখের জলে।
তোমায় নিয়ে স্বপ্ন গুলো গড়ে ছিল ঘর,
সকল বাঁধন ছিন্ন করে
জীবনে উঠেছিল তোলপাড় করা ঝড়।
যত চাওয়া পাওয়া ছিল মনের গহীন কোণে,
আজ তা বিলীন সময়ের খরস্রোতে।
অনন্যা/এসএএস