পাখির নীড়ে নবান্ন আহমাদ কাউসার প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০২:২২ পিএম ধানের ক্ষেতে কাকতাড়ুয়া ঠিক দাঁড়িয়ে রয় ঝাঁকে ঝাঁকে আসে পাখি করে না তো ভয়। টিয়ের বহর সকাল,দুপুর ধানের খেতে যায় ধানের স্বাদে মুগ্ধ হয়ে কিচিরমিচির গায়। গাছে গাছে পাখিরা সব করছে কলরব তাদের নীড়েও চলছে যেন নবান্নের উৎসব। Share